মাধ্যমিক স্তরের উপবৃত্তি
ছাত্র ও ছাত্রী নির্বাচন
জানুয়ারী মাসে প্রকল্পভূক্ত সকল প্রতিষ্ঠানের শ্রেণী ভিত্তিক মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা উপর ভিত্তি করে নির্ধারীত কমিটির মাধ্যমে ছাত্র ১০% ছাত্রী ৩০% (দারিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের ছবিসহ উপবৃত্তির ফরম পূরন করে প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।
১ম কিস্তির উপবৃত্তি বিতরণ
প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির (জানুয়ারী-জুন) ACTSS (বরাদ্দ পত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধান এর উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীর হাতে হাতে টাকা বিতরণ করা হয়।
২য় কিস্তি ছাত্র ও ছাত্রী নির্বাচন
২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর)জন্য যোগ্য ছাত্র ও ছাত্রী নির্বাচনের জন্য প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের নামের তালিকা (FSP-3ফরম) প্রেরণ করেন। ১ম সাময়িক পরীক্ষার পর সে তালিকা থেকে ঝরে পড়া (বিবাহিত,বদলী ও মৃত্যু,নিখোজ) ছাত্র ও ছাত্রী বাদ দিয়ে ২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর)জন্য নির্বাচিত ছাত্র ও ছাত্রীদের নামের তালিকা (FSP-3ফরম) প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।
২য় কিস্তির উপবৃত্তি বিতরণ
প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২য় কিস্তির (জুলাই-ডিসেম্বর) ACTSS (বরাদ্দ পত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধান এর উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীর হাতে হাতে টাকা বিতরণ করা হয়।
উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তি
একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী নির্বাচন
প্রকল্পভূক্ত সকল প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীর সংখ্যা উপর ভিত্তি করে নির্ধারীত কমিটির মাধ্যমে ছাত্রী ৪০% (দারিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্রীদের ছবিসহ উপবৃত্তির ফরম পূরন করে প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উপবৃত্তি বিতরণ
প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির ACTSS (বরাদ্দ পত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধান এর উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্র ও ছাত্রীর হাতে হাতে টাকা বিতরণ করা হয়।
২য়, ৩য় ও ৪র্থ কিস্তি ছাত্রী নির্বাচন
২য়, ৩য় ও ৪র্থ কিস্তির জন্য যোগ্য ছাত্রী নির্বাচনের জন্য প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ম কিস্তির নির্বাচিত ছাত্রীদের নামের তালিকা (মনিটরিং ফরম) প্রেরণ করেন। সে তালিকা থেকে ঝরে পড়া (বিবাহিত,বদলী ও মৃত্যু,নিখোজ) ছাত্রী বাদ দিয়ে ২য় ৩য় ও ৪র্থ কিস্তির জন্য নির্বাচিত ছাত্রীদের নামের তালিকা (মনিটরিং ফরম) প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।
২য়, ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তি বিতরণ
প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির ACTSS (বরাদ্দ পত্র) প্রেরণ করেন। সে মোতাবেক প্রতিষ্ঠান প্রধান এর উপস্থিতিতে মাধ্যমিক কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তার মাধ্যমে যোগ্য ছাত্রীদয়ের হাতে হাতে টাকা বিতরণ করা হয়।
স্নাতক পর্যায়ে উপবৃত্তি
স্নাতক পর্যায়ের ছাত্রী নির্বাচন
প্রকল্পভূক্ত সকল প্রতিষ্ঠানের ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের ছাত্রীর সংখ্যা উপর ভিত্তি করে নির্ধারীত কমিটির মাধ্যমে ছাত্রী ৪০% (দারিদ্র, মেধাবী ও অবিবাহিত) নির্বাচন করেন। নির্বাচিত ছাত্রীদের ছবিসহ উপবৃত্তির ১ম বর্ষের ৮৯টি, ২য় বর্ষের ৮৭টি ও ৩য় বর্ষের ৯৩টি ফরম পূরন করে প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়।